তিন মাসের কন্যা সন্তানকে খুনের অভিযোগ উঠলো তারই বাবার বিরুদ্ধে, ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, মা প্রিয়াঙ্কা কুমারী কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই বাবা রাহুল মাহাতো একাধিকবার সেই কন্যা সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এরপর মঙ্গলবার সকালে মা ঘুম থেকে উঠে দেখতে পায় তার মেয়ে কোনো রকম নড়াচড়া করছে না, এরপরেই সে নিজের পরিবারের লোকেদের ফোন করে ও সেই তিন মাসের কন্যা সন্তানকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপরেই ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে গ্রেফতার করে। তবে রাহুল মাহাতোর বাড়ির লোকেরা দাবি করেন তার ওপর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।