শহরে টানা চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল প্রধান নগর থানার পুলিশ। গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চাম্পাশড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।

এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধান নগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল— বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দু’টি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
আজ, শনিবার ধৃতদের ফের শিলিগুড়ির আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার জানান,
“টানা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি যাওয়া গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত আরও এগিয়ে চলছে।”