শহরের ডাঙ্গীপাড়ায় ভুয়ো শ্যাম্পু তৈরির একটি বড়সড় চক্রের হদিস পেল শিলিগুড়ি থানার পুলিশ। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এই চক্রের ৯ সদস্য। উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো শ্যাম্পু, প্যাকেজিং মেশিন, নামিদামি ব্র্যান্ডের বোতল ও লেবেল।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের নাম ওসমান (২৮), চাঁদ বাবু (১৮), সাহেল খান (২০), রোহিত (২১), সাহাজন (২০), সামির (২২), বিকি খান (২৬), সাহিল (১৮) ও টিটু (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, প্রথমে তারা পাটনা থেকে শিলিগুড়িতে এসে বাড়ি ভাড়া নিয়ে ভুয়ো শ্যাম্পু তৈরি ও বাজারজাত শুরু করে। তারা নামিদামি কোম্পানির ব্র্যান্ডের মোড়কে এই নকল পণ্য বিক্রি করত।
এই চক্রের মূল পান্ডা জাহাঙ্গীর খান, যিনি উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে খুরাইশি মোল্লা নামেও আরও এক ব্যক্তির নাম। গোটা চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শুধু শিলিগুড়ি নয়, এই নকল শ্যাম্পুর জাল গোটা উত্তরবঙ্গজুড়ে ছড়িয়ে পড়েছিল। ঘটনায় যুক্ত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে।