শহরের সেবক রোডের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে রবিবার রাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই রোগীর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মৃতের নাম অর্জুন ছেত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন এবং হায়দ্রাবাদে চিকিৎসাধীন ছিলেন। কয়েক দিন আগে কামাখ্যা মন্দিরে পূজা দিয়ে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি হতে গেলে সেখান থেকে তাকে সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। রবিবার সকালে সেখানে তাকে ভর্তি করা হয়।

পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছিলেন রোগীর একাধিকবার cardiac arrest হচ্ছে। তবে পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতি হয়েছে, পর্যাপ্ত ডাক্তার ও সঠিক ব্যবস্থা ছিল না, কারণ দিনটি রবিবার ছিল। তারা আরও অভিযোগ করেন, ভর্তির কিছুক্ষণের মধ্যেই রোগীকে ভেন্টিলেশনে দেওয়া হয়, যা তাদের মতে অযৌক্তিক।
সন্ধ্যার পর ফের একবার cardiac arrest হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর খবর জানায়। এরপরেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। মৃতের পরিবার হাসপাতালের সামনে রাস্তার ওপর বসে বিক্ষোভ শুরু করে। রাত আটটা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে পথ অবরোধ চলে সেবক রোডে।
পরিবারের দাবি, মৃত্যুর সঠিক রিপোর্ট দিতে হবে এবং দায়ী চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের মতে, রোগীর অবস্থা এতটা সংকটজনক ছিল না, চিকিৎসা অবহেলার কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে।
অবশেষে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পথ অবরোধ তুলে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।