শহর শিলিগুড়িতে ক্রমাগত বাড়তে থাকা অপরাধের ঘটনার প্রতিবাদে সরব হল কংগ্রেস। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানায় স্মারকলিপি জমা দিল এনজেপি টাউন ব্লক কংগ্রেস কমিটি।
সম্প্রতি শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই এবং মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার বাতাবরণ তৈরি হয়েছে।

এদিন থানায় জমা দেওয়া স্মারকলিপিতে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, “দিন হোক বা রাত—শহরের রাস্তায় এখন মহিলারা নিরাপদ নন। অলঙ্কার ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিদিনই ঘটছে। অথচ প্রশাসন কার্যত নীরব ভূমিকা পালন করছে।”
শহরের আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতীদের দমন করতে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। পাশাপাশি পুলিশ প্রশাসনকে আরও সক্রিয়ভাবে নজরদারি চালানোর অনুরোধ জানানো হয়েছে।