শিলিগুড়িতে বনধ সমর্থন ও বিরোধিতাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনার চিত্র দেখা গেল হিলকার্ট রোড সংলগ্ন এলাকায়। এদিন বনধের সমর্থনে পথে নামে সিটু, এআইটিইউসি, এসএফআই-সহ কংগ্রেস সমর্থকরা। পাল্টা বনধের বিরোধিতা করে মিছিল করে আইএনটিটিইউসি।

বনধ সমর্থক মিছিলকারীরা বিভিন্ন সরকারি বাস থামিয়ে বনধে শামিল হওয়ার চাপ তৈরি করার অভিযোগও ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু জায়গায় গাড়ি ও রিকশা-ঘোড়ার গাড়ি জোরপূর্বক থামানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি সামাল দিতে এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকাজুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে দিনভর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।