শিলিগুড়িতে ফের বড়সড় চুরি, আতঙ্কিত শহরবাসী।
শহরে ফের এক বড়সড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ি পৌর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের টিচার্স কলোনি এলাকায় একটি বাড়িতে লক্ষাধিক টাকার গয়না ও নগদ অর্থ চুরি হয়েছে।
জানা গিয়েছে, ওই বাড়ির মালিক আমন দুগ্গর ব্যবসার কাজে বিহারে গিয়েছিলেন। তাঁর বাবা-মাও দিল্লিতে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন। ফলে বেশ কিছুদিন ধরেই বাড়িটি ফাঁকা ছিল। প্রতি শনি ও রবিবার বাড়িতে আসতেন আমন। এই সুযোগকে কাজে লাগিয়েই চোরেরা বাড়িতে ঢুকে প্রায় ২৫-৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং ২৫-৩০ হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়।
আজ প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে দ্রুত বাড়িতে ফিরে আসেন আমন দুগ্গর। এরপরেই চুরির ঘটনা তার নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
