শহর শিলিগুড়িতে পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে পালিত হলো রোড সেফটি উইক। শিলিগুড়ির মহাত্মা গান্ধী চকে আয়োজিত এই অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা নিয়ে শহরবাসীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের কমিশনার সি সুধাকর, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, এসজিডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। ট্রাফিক সচেতনতার গুরুত্ব বুঝিয়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। বক্তারা সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ম মেনে পথচলার গুরুত্ব শেখানোর উপর জোর দেন।
