শিলিগুড়িতে আবার সোনার দোকানে চুরি। দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার টিউমল পাড়া এলাকায়। শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের চার নম্বর ওয়ার্ডের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

সকাল সাড়ে দশটা নাগাদ দোকান খুলে সোনার দোকানী দেখেন সিলিং ভাঙ্গা অবস্থায় কাটা চাল। এরপর দেখেন দোকানের স্বর্ণালংকার সব উধাও। তিনি তড়িঘড়ি খবর দেন শিলিগুড়ি থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন এসিপি পদমর্যাদার অফিসার এবং ওসি খালপাড়া। সোনার দোকান থেকে সোনার অলংকারের পাশাপাশি রুপার অলংকার এবং নগদ টাকা চুরি গিয়েছে। সিসিটিভি ফুটেজে দুষ্কৃতিকে দেখা যাচ্ছে সিলিং কেটে দোকানে ঢুকতে এবং সর্বস্ব নিতে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে।