শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে আজ সকালে এক তরুণীর রহস্যজনক আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম জয়া বর্ধন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনি সরকারি চাকরির প্রস্তুতিতে নিয়োজিত ছিলেন। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়া সদ্যই রেসিডেনসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন এবং দীর্ঘদিন ধরেই সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিলেন।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী জয়া মূলত দাদুর বাড়িতে মানুষ হয়েছেন। তার মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত। আর্থিক অনটনের মধ্যেও মা একাই অনেক কষ্টে মেয়েকে বড় করে তুলেছেন। বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল খুবই সীমিত, যদিও তিনি একই ওয়ার্ডে বসবাস করেন।
সম্প্রতি জয়ার দাদা পুলিশে চাকরি পাওয়ায় পরিবারে কিছুটা স্বস্তি ফিরেছিল। তবে হঠাৎ করেই কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন জয়া, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার আধিকারিকরা। জয়ার অকালমৃত্যুতে এলাকাবাসী এবং আত্মীয়-পরিজনরা শোকস্তব্ধ।