জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলান্টিয়ার। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর টোল প্লাজার কাছে ঘটে এই দুর্ঘটনা। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম মনোতোষ রায়, বাড়ি রাজগঞ্জ থানার পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন রাতে টোল প্লাজায় অন্যান্য পুলিশের সঙ্গে ডিউটিতে ছিলেন মনোতোষবাবু।

রাত প্রায় দশটা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বড় ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে, মনোতোষবাবুর অকাল প্রয়াণে তার পরিবার, সহকর্মী পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।