শিলিগুড়ি উত্তরকন্যার সামনে চলন্ত টোটো থেকে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। বাইকে করে এসে টোটোতে বসে থাকা মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী।
ঘটনার পর ওই মহিলা শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি (এনজেপি) থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে মঙ্গলবার রাতে এনজেপি থানার পুলিশ শিলিগুড়ি কাওয়াখালি ও শক্তিগড় এলাকার বাসিন্দা বাপ্পা রায় ও বিশ্বজিৎ রায়কে গ্রেফতার করে।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা নগদ ₹৩০১০, একটি মোবাইল ফোন এবং অপরাধে ব্যবহৃত একটি বাইক। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
পুলিশ জানিয়েছে, এই ছিনতাইচক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
