গাড়ি ভাড়া নেওয়ার নাম করে ভুয়ো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল প্রতারণা ও গাড়ি পাচারের চক্র। এই চক্রের জেরে বহু গাড়ির মালিক প্রতারিত হয়েছেন। ঘটনায় এবার ফের উদ্ধার হল ১২টি চোরাই গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, প্রধাননগর থানার তদন্তে এই গাড়িগুলি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে। তিনি কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।

প্রসঙ্গত, এক সংস্থা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গাড়ি সংগ্রহ করত। পরে সেই গাড়ি ফেরত না দিয়ে বিক্রি করে দেওয়া হত বা পাচার করা হত অন্যত্র। এমনকি, গাড়ির ভাড়া বাবদ কোনও টাকা দেওয়াও হত না মালিকদের।
এই ধরনের একাধিক অভিযোগ পাওয়ার পর কয়েক সপ্তাহ আগে প্রধাননগর থানার পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে অন্যতম ছিলেন এই চক্রের মূল চক্রী সোমনাথ মুখার্জি। তার জেরা থেকেই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সেই সূত্র ধরেই উদ্ধার হয় আরও গাড়ি এবং ধরা পড়ে জাকির হোসেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি পূর্ব ভারতে বড়সড় গাড়ি পাচার চক্র চালাত। তদন্ত আরও জোরদার করা হয়েছে। পুলিশের দাবি, এই কেসে আরও গ্রেফতারি হতে পারে।