কুয়োতে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। অক্ষত অবস্থায় উদ্ধার সেই মহিলা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনে।সঠিক সময়য়ে দমকল কর্মিরা পৌছে কুয়ো থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে সেই মহিলাকে।পরিবার সুত্রে জানাগেছে, মহিলার নাম আলপনা কুন্ডু,বয়স আনুমানিক ৪৮ বছর।

সে দির্ঘদিন ধরেই মানসিক রোগী।তার চিকিৎসাও চলছে মানসিক হাসপাতালে।এদিন দুপুরে হঠাৎই কুয়োয় পরে যায় সে।বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগ ও এনজেপি থানার পুলিশকে। তরিঘরি দমকল বিভাগের কর্মিরা ঘটনাস্থলে পৌছে দির্ঘ প্রচেষ্টার পর সেই মহিলাকে উদ্ধার করতে সমর্থ হয়।তবে কিভাবে মহিলা কুয়োয় পরলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।