শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে শুক্রবার গভীর রাতে বিপুল পরিমাণ কফ সিরাপসহ ধরা পড়ল কুখ্যাত অপরাধী রাজা কামতি ওরফে রানা ঠাকুর।
মাটিগাড়ার বালাসন কলোনির বাসিন্দা রানা ঠাকুর মাদক কারবারে বহুদিন ধরেই জড়িত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অতীতে একাধিকবার জেল খেটেছে সে। এদিনও বিক্রির উদ্দেশ্যে ব্যাগ ভর্তি করে কফ সিরাপ নিয়ে ঘোরাঘুরি করছিল বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং-এর টিম শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ তেনজিং নরগে বাস টার্মিনাসের পেছনের গেটের সামনে অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন থানার আইসি বাসুদেব সরকার। অভিযানে সাফল্য মেলে, ধরা পড়ে রানা ঠাকুর। তার ব্যাগ থেকেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে কফ সিরাপ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করেছে যে সে মাদক বিক্রির উদ্দেশ্যেই ওই এলাকায় অপেক্ষা করছিল। তবে এই কফ সিরাপ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কার কাছে সরবরাহের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।