জলপাইগুড়ি জেলা জুড়ে জাপানিস এনকেফেলাইটিস নিয়ে উদ্বেগ বেড়েছে। এখনও পর্যন্ত জেলায় জাপানিস এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের৷ পরিস্থিতি যেন আরও বেগতিক না হয় সেদিকে খেয়াল রেখে শুক্রবার সদর ব্লক প্রশাসনের উদ্যোগে জরুরি সচেতনতা শিবির ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল। এ দিন জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারি পেক্ষাগৃহে ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি ব্লকের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে সচেতনতা মূলক শিবির করা হল। শিবির থেকে জাপানিস এনকেফেলাইটিস, ডেঙ্গি, ম্যালেরিয়া সহ একাধিক বিষয়ে চললো প্রশিক্ষণ শিবির। পরিস্থিতি যেন বেগতিক না হয় এর জন্য মূলত আগে ভাবে বাড়তি সচেতনতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সদর বিডিও মিহির কর্মকার।
