রাখির বন্ধন এবার শুধু ভালোবাসার প্রতীক নয়, হয়ে উঠছে সবুজ পৃথিবীর প্রতিশ্রুতি। শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার’—যারা ‘দুই টাকায় পাঠশালা’ পরিচালনা করে—তাদের ছাত্রছাত্রীরা তৈরি করছে বিশেষ ধরনের রাখি, যেখানে সুতোয় বাঁধা কেবল এক ভাই বা বোনের প্রতি ভালোবাসা নয়, বরং গাছ লাগানোর শপথও।

এই রাখিগুলিতে ব্যবহার করা হয়েছে আম, কাঁঠাল ও লিচুর মতো দেশি ফলের শুকনো বীজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাখি পূর্ণিমার দিন এই ‘সবুজ রাখি’ তুলে দেওয়া হবে শহরের পথচলতি মানুষদের হাতে। সেইসঙ্গে নেওয়া হবে একটি ছোট্ট প্রতিজ্ঞা—“আমি রাখির বীজ বুনব, গাছ করব, আর পৃথিবীকে সবুজ রাখব।” সংস্থার সভাপতি রাকেশ দত্ত বলেন, “গত কয়েক বছর ধরেই আমরা শিশুদের দিয়ে রাখি তৈরি করাচ্ছি। তবে এবছর প্রথমবার রাখির সঙ্গে সংযুক্ত করেছি ফলের বীজ, যাতে রাখির সঙ্গে ছড়িয়ে পড়ে গাছ লাগানোর বার্তাও। শিশুরা এতে দারুণ উৎসাহ পাচ্ছে, তারা নিজেরাও গাছ ও প্রকৃতির গুরুত্ব বুঝছে।”রাখি বানানো শিশু অনিমা মণ্ডল জানায়, “নিজের হাতে বানানো রাখি যদি কারোর হাতে পড়ে একটা গাছ হয়, তাহলে সেটা খুব বড় আনন্দের ব্যাপার।”
এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার বার্তাই বহন করছে না, বরং শিশুদের সৃজনশীলতা, সামাজিক সচেতনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রকৃতিপ্রেম গড়ে তোলার পথও তৈরি করছে। ‘সবুজ রাখি’ এবার শুধুই প্রতীক নয়, হয়ে উঠছে এক আন্দোলনের সূচনা—যার বীজ বোনা হচ্ছে শিশুদের হাতে, এবং আশার চারা গজাচ্ছে সমগ্র সমাজে।