DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

শিলিগুড়িতে অপরাধ দমনে বিশেষ অভিযান, রাতে শহরে পথে নামলেন পুলিশ কমিশনার

শিলিগুড়িতে সম্প্রতি একের পর এক চুরি, ছিনতাই-সহ নানা অপরাধমূলক ঘটনার প্রেক্ষিতে রাতের শহরে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি অভিযান চালানো হয় পুলিশ কমিশনার সি সুধাকরের নেতৃত্বে।
এই বিশেষ অভিযানে পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি রাকেশ সিং, ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর, ডেপুটি কমিশনার তন্ময় সরকার-সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বিভিন্ন মোড়, হোটেল, লজ, ব্যস্ত এলাকায় চেকিং ও তল্লাশি চলে রাতভর। মূলত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, নাকা চেকিং, যানবাহন পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়।


শহরের কয়েকটি জায়গায় স্থানীয় থানার পুলিশকর্মীদের সঙ্গেও কথা বলেন কমিশনার, নিরাপত্তা ব্যবস্থা ও এলাকার পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের শহরে অসামাজিক কাজকর্ম রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান চলবে নিয়মিত।
শিলিগুড়ির মতো দ্রুত বর্ধনশীল শহরে ক্রমবর্ধমান জনবসতি ও যান চলাচলের ভিড়ের মাঝেই অপরাধমূলক কাজের প্রবণতাও বাড়ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তাই অপরাধীদের রাশ টানতে ও সাধারণ মানুষকে নিরাপত্তার বার্তা দিতেই এই বিশেষ অভিযান, বলেই পুলিশ সূত্রে খবর।
শহরবাসীর একাংশের বক্তব্য, পুলিশের এই তৎপরতা স্বস্তি দিচ্ছে। তবে শুধু অভিযান নয়, প্রতিদিনের নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও কড়া নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারেও জোর দেওয়ার দাবি তুলেছেন অনেকেই।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, এমন অভিযান শহরের বিভিন্ন এলাকায় আরও বাড়ানো হবে, যাতে রাতের শহরেও মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নতুন খবর আবার পড়ুন

তুফানগঞ্জ মানসাই বাজারের ব্যবসায়ীর দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা পুরোটাই ষড়যন্ত্র, পাকড়াও এক ষড়যন্ত্রকারী

মানসাই বাজারের ব্যবসায়ীর দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নয়া মোড়

Read More »