শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পুণ্যার্থীদের গাড়ি থেকে মদের বোতল,বিয়ারের বোতল বাজেয়াপ্ত করে নষ্ট করে দিল পুলিশ।ধূপগুড়ি থানা পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার হল অসংখ্য বিয়ার সহ মদের বোতল।সমস্ত বোতলের মদ ঢেলে নষ্ট করে দিল পুলিশ।তবে এদিন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ হওয়ার কারণে গাড়ির সংখ্যা ছিল অনেকটাই কম।রবিবার রাতে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় জল্পেশ মেলাতে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশালপুলিশ বাহিনী।ছোটো গাড়ি,বাইক,টোটো সহ পায়ে হেঁটে যাওয়া পুণ্যার্থীদের ব্যাগে তল্লাশি চালানো হয়।কোনো পুণ্যার্থী মন্দিরে যাওয়ার পথে মদ নিয়ে যাচ্ছে নাকি তা তল্লাশি করে দেখা যায়।

তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি থেকে মদের বোতল, বিয়ারের বোতল পাওয়া যায়।সমস্ত বোতল খুলে নষ্ট করে দেয় পুলিশ।পাশাপাশি এবছর কোনো রকম সাউন্ড সিস্টেম নিয়ে যেতে দেওয়া হচ্ছে না পুণ্যার্থীদের গাড়িতে।জেনেটার,ব্যাটারির সাথে সংযোগকারী তার সহ সমস্ত কিছু নামিয়ে রাখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বা মদ্যপান করে কোনো পুণ্যার্থী যাতে দুর্ঘটনার শিকার না হয় সেই কারণে জেলা পুলিশের তরফে পুণ্যার্থীদের গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।উল্লেখ্য শ্রাবণ মাসে পূণ্য অর্জনের জল ঢালতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির শিবতীর্থ জল্পেশ মন্দিরে আসেন অসংখ্য পুণ্যার্থী।এর আলাদা ঐতিহ্য রয়েছে।প্রতি বছর এমনকী সারা বছর দেশ- বিদেশের ভক্তরা এখানে আসেন জল ঢালতে।তবে শ্রাবণ মাসের প্রতি সোমবার লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় উপচে পড়ে জল্পেশ বাবার মন্দিরে।