শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালতে দিনহাটার শিব মন্দিরগুলিতে ভিড়। সোমবার সকাল ১১ টা থেকে এই দিনহাটা শহরের থানা শিব মন্দিরসহ পাঁচ মাথা মোরে অবস্থিত শিব মন্দিরেও উপচে পড়ে ভিড়। চলছে শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে প্রত্যেক সোমবার এই বিভিন্ন মন্দিরে ভিড় উপচে পরে সেই ছবি এই সোমবারেও ব্যতিক্রম নয়।
