মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম জমিরডাঙ্গা এলাকায় শিউলি নদীর উপর পাকা সেতুর দাবিতে মাথাভাঙ্গা মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি প্রদান করলো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হতো তাদেরকে। বর্ষায় বাঁশের সাঁকো ভেসে যেত সে নতুন করে সাঁকো দেওয়া হত। তবে বছর দুয়েক আগে বাশের সাকো ভেসে যাওয়ার পর আর নতুন করে সাকো দেওয়া হয়নি ।যার ফলে নদী পারাপারে ভোগান্তি এলাকাবাসীদের। ভেলায় করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্কুল ছাত্র-ছাত্রী থেকে গ্রামবাসীরা। দ্রুত শিউলি নদীর উপর বাঁকা সেতুর দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা।
