শাসক দলের মদতে জমি মাফিয়ারা ওয়াকফ বোর্ডের জমি দখল করছে অভিযোগ মালদার বর্ষিয়ান তৃণমূল বিধায়কের । শাসকের ক্ষমতায় জমি মফিয়াদের চোখ রাঙানো ওয়াকফের জমি দখল জমি মাফিয়াদের অভিযোগ বর্ষিয়ান তৃণমুল বিধয়কের।তাই বাধ্য হয়ে ওয়াকফ ইস্যু নিয়ে যখন উত্তাল দেশের রাজনীতি।কেন্দ্রীয় সরকারের ওয়াকফ প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।সেই সময় ওয়াকফের জমি দখল হয়ে যাচ্ছে।আর দখলকারীদের একাংশ তাদের নিজের দলের।বিস্ফোরক মালদার রতুয়ার বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়।

বর্ষিয়ান তৃণমুল বিধায়ক সমর মুখার্জী বলেন,তার বিধানসভা কেন্দ্র এলাকায় মালদার রতুয়াতে ওয়াকফের জমি দখল করে জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে। কারা এই জমি মিফিয়া?তাই তিনি বলেন এরা যে দল ক্ষমতায় থাকে তার আশ্রয় থাকে।কার্যত নিজের দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন।ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ করেছেন।বিধায়কের দাবি দিনের পর দিন ধরে এই কারবার চলছে।তা বন্ধ করতে তিনি আন্দোলনে নামছেন।
আর এ নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বিজেপি দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলী বলেন,একদিকে তৃণমূল ওয়াকফ বিলের প্রতিবাদে আন্দোলন করছে। অন্যদিকে তাদের দলের মদতপুষ্ট জমি মাফিয়ারা ওয়াকফের জমি দখল করছে।আর বেদখল হয়ে যাওয়া ওয়াকফের জমিকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় সরকার বিল এনেছে।আর তাদের বিধায়ক সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।