মহাষষ্ঠীর দিনে কোচবিহার সদর এলাকার বিভিন্ন দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান-২০২৫ তুলে দিলো কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাব।
এবার কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাবের শারদ সম্মান-২০২৫ এ প্রথম স্থান অধিকার করছে কোচবিহার ছাট গুড়িয়াহাটি নেতাজি স্কয়ার, দ্বিতীয় স্থান অধিকার করছো কোচবিহার ভেনাস স্কোয়ার এবং তৃতীয় স্থান অধিকার করল বাবুরহাট সর্বজনীন দুর্গাপূজা কমিটি। মহিলাদের দ্বারা পরিচালিত পুজোর মধ্যে সেরা পুজোর সম্মান পেল কোচবিহার টাকাগাছ সংকল্প দুর্গোৎসব কমিটি। এছাড়াও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় কোচবিহার রকি ক্লাবকে।
রবিবার কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেস ক্লাবে
এই পুজো উদ্যোক্তাদের হাতে স্মারক, মানপত্র এবং চেকের রিপ্লেকা তুলে দেন এই কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সভাপতি সহ কর্মকর্তারা।

পাঁচজন বিচারক মন্ডলী বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার ভিত্তিতেই এই পুরস্কার ঘোষনা করা হয়। এই কর্মসূচি সম্পন্ন করবার ক্ষেত্রে মূল স্পন্সর হিসেবে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবকে সহযোগিতা করছে হিরো গ্ল্যামার। এর পাশাপাশি কো-স্পন্সর হিসেবে রয়েছে পিকে সাহা হাসপাতাল, ভিদা ইলেকট্রিক স্কুটার, মিশন হসপিটাল, সৃজি নেক্সট জেনারেশন, সিস্টার নিবেদিতা এডুকেশনাল প্রাইভেট লিমিটেড, দেবনাথ হুন্ডা, সন্দীপ অটো লাইন, ডালকো পাইপ, সম্পূর্ণা ওমেন কেয়ার এন্ড আইবিএফ, দত্ত জুয়েলার্স, সেনকো গোল্ড এবং এসবিএম গোল্ড। এই সমগ্র কর্মসূচির মিডিয়া পার্টনার ডিজিটাল বাংলা।
তিনি জানান, প্রথম স্থানাধিকারী পূজা কমিটিকে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে ১৫হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারী পূজা কমিটিকে পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে ১০হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পুজো কমিটি পুরস্কার মূল্য পাচ্ছে ৫হাজার টাকা। পরবর্তীতে একটি বিশেষ অনুষ্ঠানে এই পুরস্কার মূল্য তুলে দেওয়া হবে এই পুজো কমিটির কর্মকর্তাদের হাতে বলে জানান কোচবিহার সদর সাব ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি অরবিন্দ ভট্টাচার্য।