পুজোর সময় বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার চিঞ্চুলা চা বাগান।
শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল চিঞ্চুলা চা বাগান কতৃপক্ষ এদিন সন্ধ্যায় শ্রমিকরা জানতে পারে বাগানে কোনো মালিক পক্ষ নেই সবাই বাগান ছেড়ে পালিয়েছে। বিপাকে পড়লো প্রায় এক হাজার তিনশো শ্রমিক পরিবার। আজ বোনাস প্রদানের কথা ছিল কিন্ত শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছেড়ে চলে গেল। যদিও এখন ওবধি কোনো বন্ধের নোটিশ দেয়নি মালিক পক্ষ।

বিষয়টি চাউর হতেই কালচিনি থানায় এসে বিক্ষোভ প্রদর্শনে শামিল হয় শ্রমিক ও কর্মীরা। গত এক সপ্তাহ ধরে ২০ শতাংশ বোনাসের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শ্রমিকেরা। এরপর গত বৃহস্পতিবার বাগান কতৃপক্ষের তরফে ১৭ শতাংশ ও পুজোর পরে বাকি ৩ শতাংশ বোনাস দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হয়নি এবং এদিন বাগান ছেড়ে চলে যান বাগান কতৃপক্ষ।