তৃণমূলের একুশে জুলাই সমাবেশে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে হাওড়া স্টেশনে। সেখান থেকে পায়ে হেঁটে বা লঞ্চে পরিসেবা নিয়ে পৌঁছে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। ছোট বড় মিছিল শহরতলী থেকে আসতেই শুরু করেছে রাজনৈতিক কর্মীরা, সকাল সকাল, পৌঁছে যাবার সমাবেশে পৌঁছাবার উদ্দেশ্যেই তৃণমূলের কর্মীরা বেরিয়ে পড়েছেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 এর আগে কর্মীদের কি বার্তা দেন সে দিকে তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকেরা ।
