আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক কর্মসূচিকে সফল করে তুলতে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। সেই লক্ষ্যেই সোমবার জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল। “ধর্মতলা চলো, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাও” – এই শ্লোগানকে সামনে রেখে মিছিলটি জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায়।

জেলা সভানেত্রী মহুয়া গোপ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়, রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক। শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন ব্যানার্জি, জন বারলা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয় এই মিছিল। এদিন কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শহীদ দিবসে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলা জনসভায় জলপাইগুড়ি থেকে হাজার হাজার মানুষের যোগদান নিশ্চিত করতেই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। জেলা নেতৃত্বের বক্তব্য, “২১ শে জুলাই শহীদ দিবস শুধুমাত্র এক স্মরণ দিবস নয়, এটি সংগ্রামের, আত্মত্যাগের ও জনসংযোগের প্রতীক। এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং গণতন্ত্র রক্ষার বার্তা দিতে আমাদের সকলকে ধর্মতলায় পৌঁছাতে হবে।”জেলা যুব তৃণমূল সূত্রে জানা গেছে, আগামীদিনে প্রতিটি অঞ্চল ও ব্লকে এমন কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে, যাতে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় সর্ববৃহৎ জমায়েত সংগঠিত করা যায়।