লোকালয়ে ঢুকে মুরগী খেতে গিয়ে কুয়োয় পড়ল চিতাবাঘ।এবার আর বনদপ্তরের খাঁচায় নয় বরং কুয়োর মধ্যে পড়ে বন্দি লেপার্ড। ঘটনায় চাঞ্চল্য চা বাগানের শ্রমিক মহল্লায়। ডুয়ার্সের মাটিয়ালী ব্লকের ইনডং চা বাগানের টন্ডু লাইন এলাকার ঘটনা।
জানা গেছে, গতকাল গভীর রাতে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে লেপার্ড। এরপর টন্ডু লাইন এলাকার শ্রমিক শুকনাথ গোয়ালার বাড়িতে থাকা কুয়োর মধ্যে ওই লেপার্ডটি পড়ে যায়। শুক্রবার সকালে প্রথমে বাড়ির সদস্যরা গর্জন শুনতে পেয়ে দেখে কুয়োর মধ্যে ওই লেপার্ডটি ছোটাছুটি করছে।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমায়। ইতিমধ্যে খবর পেয়ে এলাকায় পৌঁছোছে খুনিয়া স্কোয়াডের বনকর্মী সহ মেটেলি থানার পুলিশ। বর্তমানে বনদপ্তরের তরফে কুয়ো থেকে লেপার্ডটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের উত্তর শালবাড়ি এলাকা থেকে একটি কিশোরকে তুলে নিয়ে যায় লেপার্ড। আর হাতির পর লেপার্ডের উৎপাতে রীতিমতো আতঙ্কিত ডুয়ার্সের জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা।