আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার রাত থেকে পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টি,, হু হু করে বাড়ছে জল। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি নৌকা বিহার চোপড়া মারি এলাকায় বাঁধ ভাঙার সম্ভবনা। আতঙ্কে মানুষজন। স্থানীয়রা বাঁধ মেরামতের কাজ করছে, খড়িবাড়ি চাঁদের বাড়ি নৌকা বিহার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি মোকাবিলায় তৎপর হন। এক রাতের বৃষ্টিতে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ায় এলাকাবাসীরা আতঙ্কিত ।
