. শুক্রবার ও শনিবার লাগাতার বৃষ্টির জ্বেরে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার তিনটি পৌরসভার ৫৬ টি ওয়ার্ড সহ একাধিক ব্লক জল জমে গেছে। যার ফলে একদিকে নিকাশী অবস্থা ভেঙ্গে পড়েছে তাই নিয়ে ক্ষোভ উপড়ে দিয়েছে সাধারণ মানুষেরা।ইতিমধ্যে বাজার একাধিক প্রশাসনিক দপ্তর সামনে বৃষ্টির জল কোথাও এক হাঁটু কোথাও আবার কোমরে অব্দি সেই সর্বত্র বাদুড়িয়া মদিনা তলায় সাধারণ গ্রামবাসীরা বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন ।

ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারা বলেন প্রতিবছর বর্ষাকাল আসলেই আমরা জলবন্দী হয়ে পড়ি বৃষ্টির পরিমাণ যেভাবে হয়েছে তাতে একাধিক জায়গায় জল দাঁড়িয়ে গেছে। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জল নিকাশির দাবিতে সংরামপুর স্বরূপনগর রোডের মদিনা তলায় কৃষকরা রাস্তা অবরোধ করেন তাদের সঙ্গে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিকদের উদ্যোগে নিজেরাই কোদাল দিয়ে জেসিবিকে কাজে লাগিয়ে জল নিকাশিতে কাজে হাত লাগান। এই উদ্যোগকে একদিকে সাধুবাদ জানালেও কিন্তু একাধিক পৌরসভা ব্লকের জল জমে যাওয়া মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত জল নিকাশি না হলে জমা জলে একদিকে ফসলের ক্ষতি হবে অন্যদিকে জলবায়ু রোগের প্রকোপ দেখা দিতে পারে।