গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি জেরে জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি জায়গায়। আমহারষ্ট স্ট্রীট, ঠানঠানিয়া , গণেশ চন্দ্র এভিনিউ, পার্ক স্ট্রীট, পার্ক সার্কাস সেন্ট্রাল এভিনিউ, গিরিশ পার্ক সহ একাধিক জায়গায় জল জমার খবর আসছে কলকাতা পুর সভার কন্ট্রোল রুমে। ফোন আসলেই তারা জল জমা দিয়ে বিস্তারিত জেনে নিয়ে যারা অভিযোগ করছেন তাদের নাম নথিভুক্ত করে সংশ্লিষ্ট বোরো কাছে সেই তথ্য দিয়ে দিচ্ছে। কলকাতাজুরে নিকাশি বিভাগের কর্মীরা রাস্তায় নেমে জল নামনোর কাজ করতে শুরু করেছেন বলে পুরসভার সূত্রের খবর।

বেশ কয়েকটি জায়গায় সাকশন পাইপ দিয়ে জল বের করে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও ড্রেইনেজ খুলে জল বার করার চেষ্টা করছেন নিকাশি বিভাগের কর্মীরা। কন্ট্রোল রুমের মাধ্যমে কোথায় গাছ পড়ে রাস্তা আটকে আছে কি না। সেই সব নজরদারি চালানোর কাজ চলছে সর্বক্ষণ। এমন কি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক দের জানিয়ে দেওয়া হচ্ছে কলকাতা পুর সভার কন্ট্রোল রুম থেকে।