বর্ষায় লাগাতার বৃষ্টিতে জল থই থই অবস্থা ঘাটালে। ঘাটালেও বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। প্লাবিত ঘাটালে বন্যার জল কমতে শুরু করেছে ধীরে ধীরে। তবে এখনও ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত।

কোথাও এক কোমর, কোথাও আবার হাঁটু সমান জল। সেই পেরিয়েই চলছে যাতায়াত। এদিকে দুর্গাপুজো আসন্ন। ফলে সবমিলিয়ে চিন্তায় পড়েছেন এলাকার ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা।চন্দ্রকোনার কেঠিয়া নদীর জলস্তর কমলেও ঘাটালে এখনও প্লাবিত ঘাটাল পৌরসভার ১২টি ওয়ার্ড সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এখনও জলে ডুবে রয়েছে বহু রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষিজমি। ফলে সব মিলিয়ে দুর্গাপুজোর আগে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তার ভাঁজ ঘাটালবাসীর কপালে।