জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির কেবিনের ভিতর থেকে উদ্ধার হল মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল ১ নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম জয়ন্ত ভট্টাচার্য।
তিনি ওই লরির চালক ছিলেন। উত্তর দিনাজপুরের ডালখোলা যাওয়ার পথে গাজোলে জাতীয় সড়কের ধারে লরি দাঁড় করিয়েছিল চালক। তার বাড়ি নদিয়া কল্যাণী হরিণঘাটা এলাকায়।

এদিন তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া মিলে নি। এরপর গাজোল থানার পুলিশ এসে লোকজন দিয়ে গাড়ির লকার খুলে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়৷ কিভাবে ওই লরি চালকের মৃত্যু হল তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা৷