ফের অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তিনজনকে গ্রেফতার ও লক্ষাধিক টাকা উদ্ধার করলো জয়গাঁ থানার পুলিশ। অভিযুক্ত দের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে।
গতকাল রাতে গোপনসূত্রের খবরের ভিত্তিতে জয়গাঁ থানার পুলিশ জয়গাঁ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সিমসিমে বাজার এলাকায় সুমন তামাং নামে এক অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মূল অভিযুক্ত গ্রেফতার না হলেও বাড়িতে থাকা সুশান্ত তামাং, সাবিনা খাতুন ও অমিত থাপাকে গ্রেফতার করে পুলিশ।

এই তিনজনই মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশ সূত্রে খবর। অপরদিকে, পলাতক মূল অভিযুক্ত সুমন তামাং।তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১১.২২ গ্রাম ব্রাউন সুগার এবং এদেশের ও ভুটানের মোট ১ লক্ষ ৮০ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।পাশাপাশি, আটক করে বাড়িতে থাকা মোটরসাইকেলও।