মাদক পাচার করতে এসে পুলিশের হাতে কাছে হাতেনাতে ধরা পরল এক যুবক। তার স্কুটি থেকে উদ্ধার হল প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য আনুমানিক নয় লক্ষ টাকা।
পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত মুকেশ দাস একটি স্কুটি করে এনজেপি থানা সংলগ্ন মোড়বাজার এলাকায় ওই মাদকগুলি বেচার উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে ধৃত মুকেশ দাস শিলিগুড়ি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা । ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
