রোহিনে যাত্রীবাহী গাড়ির চালককে মারধরের অভিযোগ, দোষীদের গ্রেফতারের দাবিতে তরাই চালক সংগঠনের বিক্ষোভ।
শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে রোহিন রোডে পর্যটকবাহী একটি ছোট গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ট্রাক চালকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আজ শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী সমস্ত ছোট গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখাল তরাই চালক সংগঠনের সদস্যরা। তাদের দাবি, অভিযুক্ত ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

জানা গিয়েছে, আক্রান্ত গাড়িচালক মানিক বণিক বুধবার যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাচ্ছিলেন। রোহিন রোডের কার্গিল দাঁড়ার কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় ট্রাক চালক তাঁকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর গাড়ি থামিয়ে, আরও কয়েকজন ট্রাক চালককে সঙ্গে নিয়ে, মানিকবাবুকে বেধড়ক মারধর করা হয়। সেই সময় তাঁর গাড়িতে একাধিক পর্যটক ছিলেন।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মানিকবাবু কার্শিয়াং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের ২৪ ঘণ্টা পরেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গাড়িচালকরা। তরাই চালক সংগঠনের সম্পাদক মেহেবুব খান বলেন,“আমরা নিরাপদে কাজ করতে চাই। কিন্তু এখন রাস্তায় গাড়ি চালানোই বিপজ্জনক হয়ে উঠছে। দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
আহত চালকের স্ত্রী রিনা তামাং বলেন,আমার স্বামী কোনও দোষ না করেই মার খেয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”
আজ সকাল থেকেই দার্জিলিং মোড় সংলগ্ন ট্রাক স্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে চালকরা বিক্ষোভে সামিল হন। এই কারণে সকাল থেকে শিলিগুড়ি-দার্জিলিং রুটে ছোট গাড়ির পরিষেবা কার্যত বন্ধ থাকে।