দক্ষিণ দিনাজপুর জেলার রামপুরে রেক পয়েন্টের উদ্বোধন হয়েছিল ২০২৩ সালের জুন মাসে। এক বছরের মধ্যে তার রাস্তাঘাট ও রেক বেডের বেহাল চিত্রে বিপাকে পড়েছেন লরি চালক, মালিক, শ্রমিক এবং ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি মালবাহী ট্রেন এই রেক পয়েন্টে আসে। কিন্তু পরিকাঠামোর দুরবস্থার কারণে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। সামান্য বৃষ্টিতেই রেক চত্বরে জল জমে যায়। কাদা ও জলমগ্ন পরিবেশে ভারী লরি চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ছে।

লরি মালিকদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ হয়নি। রাস্তায় গর্ত তৈরি হয়েছে, যার ফলে প্রায়শই টায়ার পাংচার, যান্ত্রিক ত্রুটি এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে। তারা আরও জানান, সমস্যার কথা একাধিকবার রেল ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।
চালকদের আশঙ্কা, দ্রুত রেক পয়েন্টের রাস্তা ও পরিকাঠামোর উন্নয়ন না হলে ভবিষ্যতে এই রেক পয়েন্ট অচল হয়ে পড়বে। যার প্রভাব পড়বে জেলার ব্যবসা-বাণিজ্য ও পরিবহণ ব্যবস্থার উপর।