এক হাঁটু জলে নেমে ধানের চারা রোপণ করে বিক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে উত্তাল এলাকাবাসী। শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পেটলা নেপড়া গ্রামে। এদিন ভাঙাচোরা রাস্তার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা এক হাঁটু জলে নেমে রাস্তার মাঝে ধানের চারা রোপণ করে ক্ষোভ উগরে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মরিচা ক্যাম্প চৌপথি PWD সড়ক থেকে শিয়ালখাওয়া ডাঙ্গা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। ফলে দৈনন্দিন যাতায়াত কার্যত অচল হয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষ, এমনকি গর্ভবতী মহিলারা।

গ্রামবাসীদের অভিযোগ, বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে শনিবার সকালে এলাকাবাসী রাস্তায় নেমে পড়েন।
তাদের সাফ হুঁশিয়ারি—“ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি দেওয়া হয়; কিন্তু রাস্তা হয় না। এবার যদি বিধানসভা ভোটের আগেই রাস্তা সংস্কার ও পাকা না হয়, তবে আমরা ভোট বয়কট করব।” উল্লেখ্য, ওই এলাকায় প্রায় ৩০০ ভোটার রয়েছেন। তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের ব্যবস্থা নিতে হবে।এ বিষয়ে ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েত প্রধান সারজিনা খাতুন বিবিকে ফোন করলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা ব্যবস্থা নেওয়া হবে।