ধলপল খাসপাড়া সূর্য মাঝির ঘাট এলাকায় রায়ডাক নদীর পাড় বাঁধ ভেঙ্গে প্লাবিত একাধিক বাড়ি। ঘটনাটি বুধবার বিকেলের ঘটনা। জানা গিয়েছে তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল এক গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া সূর্য মাঝের ঘাটপার এলাকায় রায়ডাক নদীর পার বাঁধ ভেঙ্গে গ্রামে ডুকছে জল। ইতিমধ্যে খাসপাড়া সূর্য মাঝির ঘাট পার এলাকায় পাঁচ থেকে ছয়টা বাড়ি জলে প্লাবিত হয়েছে। গতকাল রাত্রিবেলা থেকে প্রবল বৃষ্টি সেই সাথে পাহাড়ে একটানা বৃষ্টির জেরে জল বাড়ছে রায়ডাক নদীতে।

নদীর জল বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে একাধিক নদীতে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘ প্রায় কয়েক বছর ধরেই ওই এলাকায় রায়ডাক নদীর ভাঙ্গনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে বহু জমি নদী গর্ভে চলে গেছে। বহু বাড়ি, সড়িয়ে নেওয়া হয়েছে অন্যত্র। ভিটেমাটি হারিয়ে অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। কয়েক বছর ধরেই নদীর ওই এলাকাটিতে পাথরের শক্ত পোক্ত বাঁধ দেওয়ার দাবি তুললেও কর্ণপাত করছে না প্রশাসন। গত বছর ওই এলাকায় শুধু বাঁশ দিয়ে পাইলিং এর কাজ করেছিল বলে অভিযোগ করেন বাসিন্দারা। আশ্বাস মিলেছিল পাথরের বাঁধ হবে কিন্তু এবারে সেই বাসের পাইলিং সবই উধাও এবং ভাঙতে ভাঙতে পারবাঁধটি ভেঙ্গে জল ঢুকছে এলাকায়। যেভাবে বৃষ্টি হচ্ছে এবং নদীর জল বৃদ্ধি পাচ্ছে তাতে ওই এলাকায় শতাধিকবারই জলমগ্ন হবে বলে জানাচ্ছেন স্থানীয়রা।