রায়গঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বাইরে, যেখানে প্রতিদিন হাজার হাজার সাধারণ যাত্রী যাতায়াত করেন, সেখানেই মেঝেতে রঙ তুলিতে ইংরেজিতে লেখা হচ্ছিল— “I Love Raiganj”। বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ।
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী সহ একাধিক ব্যবসায়ী তীব্র আপত্তি জানান। অতনু বন্ধু লাহিড়ী বলেন, “রেলস্টেশনে এভাবে শহরের নাম লিখলে সাধারণ মানুষ পা মাড়িয়ে যাবে। এতে শহরকে অপমান করা হবে। আর তাছাড়া, এটা কোনো আঁকিবুঁকির জায়গা নয়। এটি সরকারি জায়গা, যাত্রীদের চলাচলের পথ। এখানে এই ধরনের কাজ অশোভন ও অগ্রহণযোগ্য।”

প্রতিবাদ ঘিরে শোরগোল বাড়তেই নড়েচড়ে বসেন রেল কর্তৃপক্ষ। রেলের পক্ষ থেকে আধিকারিক অখিলেশ্বর রাম জানান, “এ ধরনের কাজ রেল কর্তৃপক্ষের কার অনুমোদনে হয়েছে, জানিনা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, তার ব্যবস্থা নেওয়া হবে। আমরা লেখাটি মুছে দিচ্ছি।
স্থানীয়দের মতে, রায়গঞ্জের পরিচিতি তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয় হলেও, তা করার জন্য রেলস্টেশনের মেঝে নয়, নির্দিষ্ট জায়গা বেছে নেওয়া উচিত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত রেল প্রশাসনের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।