রায়গঞ্জ শহরে পৌর পরিষেবা সহ পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হল বিজেপি। শনিবার দুপুরে রায়গঞ্জ শহরে প্রতীকী ভিক্ষা করে মিছিল করে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন দুপুরে বিজেপি নেতা অভিযোগ করেন রায়গঞ্জ পৌরসভা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ,শহরের রাস্তাগুলো জঞ্জালে ভরে উঠেছে ,সাফাই কর্মীদের বেতন বোনাস কিছুই দেওয়া হয়নি,এদিন থালা বাটি হাতে নিয়ে রাস্তায় ভিক্ষে চেয়ে প্রতিবাদ করেন তারা।

পুজোর মুখে সাফাই কর্মীরা তিন মাস থেকে বেতন পান নি অসহায় হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন,একারণেই এদিন তারা প্রতীকী ভিক্ষা আন্দোলনে পথে নামেন এবং বিধায়কের কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখায়। এদিন এই বিষয়ে বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী জানান ।