রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে রায়গঞ্জ পুর বাস ষ্ট্যাণ্ডের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আকতার, পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলির সদস্যরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই বাস স্ট্যান্ড নির্মাণ কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আগামী বছরের শুরুতেই এই বাস ষ্ট্যান্ড রায়গঞ্জ বাসিকে উপহার দেবেন বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে সাধ্যমত অর্থ বরাদ্দ করা হয়েছে। আশা করা যায় এই অর্থে কাজটি সম্পন্ন করা যাবে। শিলান্যাসে আমরা বিশ্বাসী নই বলেও জানান তিনি। এই জেলার জন্য ৯৮ কোটি ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ প্রকল্প রয়েছে ৭৩ টা, রায়গঞ্জের জন্য ১২ টা প্রকল্প রয়েছে বরাদ্দ হয়েছে ১৭ কোটি ৩৭ লক্ষ টাকা এই অর্থনৈতিক বছরে।
বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন প্রায় চার কোটি টাকা ব্যায়ে এই নতুন বাস স্ট্যান্ডের নির্মান কাজের শুভ সুচনা করা হলো এদিন। এই বাসস্ট্যান্ড নির্মানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ২ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন বছরে রায়গঞ্জবাসী এই বাস স্ট্যান্ড ব্যবহার করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।