রায়গঞ্জ শহরের কলেজপাড়া এলাকায় একটি ভূয়ো নম্বর প্লেট যুক্ত চারচাকা গাড়ি পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি, ভোর রাত থেকেই গাড়িটি রাস্তায় পড়ে ছিল। দীর্ঘ সময় পার হয়ে গেলেও গাড়ির মালিক বা চালকের কোনও খোঁজ না মেলায় সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মধ্যে। অবশেষে রায়গঞ্জ থানায় খবর দেওয়া হয়। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির চাকা বদলে সেটি সরিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের অনুমান, গাড়িটি কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ, গাড়ির সিট ছিল খোলা অবস্থায় এবং ভেতরে একটি প্লাইয়ের পাটাতনও পাতা ছিল।
পুলিশ জানিয়েছে, গাড়ির নম্বর প্লেট যাচাই করে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির প্রকৃত মালিকের খোঁজও চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।