উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত কমলাবাড়ি এক নং বোগ্রাম এলাকায় দেহ ব্যবসা চলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার এক মহিলার বাড়িতে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঢুকতে দেখে ক্ষুব্ধ এলাকাবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গভীর রাতে ওই বাড়িতে একাধিক পুরুষের যাতায়াত লক্ষ করা যাচ্ছিল। বহুবার প্রতিবাদ জানালেও কোনও পরিবর্তন না হওয়ায় এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গণপ্রহারের শিকার হওয়া ব্যক্তি পাল্টা এলাকাবাসীদের উপর আক্রমণ করার চেষ্টা করে বলেও অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কর্ণজোড়া জোড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকাবাসীরা দাবি করেছেন, অবিলম্বে এই ধরনের বেআইনি কার্যকলাপ বন্ধ করা হোক এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক।
পঞ্চায়েত সদস্য জগন্নাথ দাস বলেন, এরআগেও তিনি শুনেছিলেন মহিলা অসামাজিক কাজের সাথে যুক্ত। এলাকাবাসী এদিন হাতে নাতে ধরেন বিষয়টি ৷ এদিন অভিযুক্তরা এলাকাবাসীর উপর চড়াও হয় এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে পুলিশ আসে৷