পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সংখ্যালঘু বিষয়ক স্থায়ী কমিটির প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহার জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে। এই স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন ফিরদৌসী বেগম। এছাড়াও সদস্য হিসেবে বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ ১৩জনের কমিটি উপস্থিত ছিল এবং কোচবিহার জেলার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন।

এদিন এই বৈঠক শেষে এই কমিটির চেয়ারম্যান ফেরদৌসী বেগম জানান, মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্প গুলো চালু করেছে, তার মধ্যে সংখ্যালঘু বিষয়ক দপ্তর কে গুরুত্ব দিয়ে সেখানে আলাদা ফান্ড দিয়ে আরও বেশি উন্নত করা যায় সেদিকে খেয়াল করেছেন। প্রত্যেকটা কমিউনিটির মানুষ যাতে একটা সামঞ্জস্য রাখে তাই আলাদা আলাদা দপ্তর না করে একটু দপ্তরের মাধ্যমে গুরুত্ব দিয়ে সুযোগ করে দিয়েছেন। এই দপ্তরের মাধ্যমেই কতটা কাজ কিভাবে হচ্ছে , কতটা ফান্ড আসছে, ফান্ডের টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা হল।