উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে নামতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দু বলেন, “গতকাল আমাদের সাংসদ ও বিধায়কের উপর যেভাবে হামলা হয়েছে, তা লজ্জাজনক ও নিন্দনীয়।

রাজ্যে গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। প্রশাসন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট আচরণ করছে।”তিনি আরও যোগ করেন, “আমি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”বিরোধী দলনেতা অভিযোগ করেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মিরিকসহ দুর্গত এলাকায় পরিদর্শনে থাকায় বিরোধী দলের নেতা-মন্ত্রীরা ওইসব জায়গায় যেতে পারছেন না। তবে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে — একমুখী পথে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ-বিধায়কেরা মিরিকসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন।”শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে ফের তীব্র তরজার আভাস মিলেছে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে।