২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গ মার্বারী ভবনে মন্ডল সভাপতি কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, “রাজ্যে আইনের শাসন নেই। বিজেপি গণতান্ত্রিক উপায়ে এই সরকারকে বিসর্জন দেবে।” তিনি জানান, রাজ্যের মানুষ ক্রমেই বিরক্ত এবং কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে ব্লক থেকে ব্লকে বিজেপি কর্মীরা সংগঠিতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্মশালায় একাধিক সাংগঠনিক বার্তা দেওয়া হয় এবং আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত বলেই দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি।
