রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে তালা বন্ধ থাকবে। এই মর্মে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে নোটিশ জারি করতে হবে। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
সিপিআই(এম) নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি সাউথ কলকাতা ল’কলেজে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে অবৈধ ছাত্র সংসদগুলি বন্ধ করার আবেদন জানিয়ে মামলা করেন হাইকোর্টে। এদিন ছিল সেই মামলার শুনানি।

হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের কাছে জানতে চাওয়া হয় কেন ২০১৭ সালের পর থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোন ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কবে নির্বাচন হবে তাও জানতে চাওয়া হয় রাজ্যের কাছে। হলফনামা দিয়ে এই বিষয় রাজ্যকে নিজের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সেন জানিয়েছেন রেজিস্টারের অনুমতি ছাড়া কোন ইউনিয়ন রুম খোলা যাবে না।
এ প্রসঙ্গে আইনজীবী সায়ন ব্যানার্জি বলেন, অবৈধ ভাবে এই ইউনিয়ন রুম খোলা রেখে তোলাবাজি করে যাদের ঘর-সংসার চলতো, তাদের দোকান আজ থেকে বন্ধ। তিনি আরও বলেন, নির্দিষ্টভাবে কতদিন পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে, তা বলা না হলেও অনুমান করা হচ্ছে ছাত্র ভোট না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।