তৃণমূলের হার্মাদরা নিজেরাই লুটপাট করে এবং নিজেরাই বিজেপির ওপর আক্রমণ করে এবং তারপর বিজেপির ওপরে কেস করে কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।

শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এদিন ১২ টা নাগাদ তিনি মদনমোহন মন্দিরে পূঁজা দেন এবং পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ২০১৬ সালের পর থেকে তৃণমূলের হার্মাদ বাহিনী নিজেরাই লুটপাট করে এবং নিজেরাই বিজেপির ওপর আক্রমণ করে এবং তারপর নিজেরাই বিজেপির ওপর কেস করে এত বড় বড় অপরাধীরা গুলি করে দিয়ে চলে যাচ্ছে, খুন করে চলে যাচ্ছে তাদের কিছু হয় না শুধু মানুষদের নাস্তানাবুদ করা হয়। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে তিনি জানান বৃহস্পতিবারের ঘটনা মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল যেভাবে রাস্তার মধ্যে দিনের বেলা গুলি করা হয়েছে এটা অত্যন্ত ভয়ংকর যে কারো কোন কিছু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের কোন সেফটি সিকিউরিটি নেই।