সিকিম থেকে বেআইনিভাবে রাজস্ব ফাঁকি দিয়ে মদ মজুত করা হচ্ছিল শিলিগুড়ি শহরে।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় আবগারি বিভাগ। প্রচুর সিকিমের মদসহ গ্রেপ্তার ২।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত পিসি মিত্তাল বাস টার্মিনাস এর কাছে একটি গুদামে অভিযান চালায় আবগারি বিভাগ।
গোপন সূত্রের অভিযানের ভিত্তিতে আবগারি বিভাগ ঘটনাস্থলে এসে প্রথমে ঘনশ্যাম প্রসাদ এবং প্রজ্জ্বল বিশ্বকর্মা নামে দু’জনকে আটক করে, তাদের জিজ্ঞাসাবাদ করতেই উদঘাটন হয় রাজস্ব ফাঁকি দিয়ে মজুদ করা মদের গুদাম।

ধৃত দুজনেই সিকিমের বাসিন্দা বলে জানিয়েছে আবগারি বিভাগ।
আবগারি বিভাগের এই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১৮ লক্ষ টাকার সিকিমের মদ।
আবগারি বিভাগ সূত্রের খবর সিকিম থেকে মদ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য শিলিগুড়ির পিসি মিত্যাল বাস টার্মিনাস এর কাছে ওই গুদাম কে ব্যবহার করত অভিযুক্তরা। এর ফলে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের। এরপর আবগারি বিভাগ দুজনকে গ্রেফতার করে। ধৃত দুজনকে তোলা হবে জলপাইগুড়ি আদালতে। এদের সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে আবগারি বিভাগের আধিকারিকরা।