পরিবারের স্বাচ্ছন্দ ফিরিয়ে আনতে ছোট্ট সন্তান ,স্ত্রী এবং বৃদ্ধ বাবা মাকে ছেড়ে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। কিন্তু ভিন রাজ্য থেকে ফিরে এসে দেখা হল না ছোট্ট সন্তান , স্ত্রী ও বাবা মার মুখ। ভিন রাজ্য কাজে গিয়ে রাজস্থানের কোটা শহরে পথ দুর্ঘটনার মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ওই শ্রমিকের বাড়ি নাটাবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় খন্ড বাজেজামা চিলাখানা এলাকায়। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে মৃতের নাম চিরঞ্জিত বর্মন (২৭ ) । দ্বিতীয় খন্ড বাজে জামা চিলাখানা এলাকার বাসিন্দা সুভাষ বর্মনের বড় ছেলে চিরঞ্জিত বর্মন। সংসারের হাল ধরতে কাঁধে তুলে নিয়েছেন দায়িত্ব। চিরঞ্জিত দুই ভাইকে নিয়ে পাড়ি দিয়েছেন রাজস্থানে। সেখানেই সাটারিং এর কাজ করতো তারা। মাস দুয়েক আগে বাড়িতে ফিরেছেন চিরঞ্জিত।

ফের রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দেন চিরঞ্জিত। প্রথমে জয়পুরে কাজ করলেও সেখান থেকে রাজস্থানের কোটা জেলায় কাজে গিয়েছেন। পরিবারের তরফ থেকে আরো জানা যায় শনিবার রাখি পূর্ণিমা থাকায় কাজ বন্ধ ছিল এবং সকলে মিলে বনভোজনের আয়োজন করেছিলেন। মোটরসাইকেল নিয়ে গিয়েছেন তারা। কিন্তু ফেরার পথে হঠাৎ করে মোটরসাইকেলের সামনেই গরু পড়ে যায় এবং গরুর সাথে ধাক্কা লেগেই ছিটকে পড়ে যান চিরঞ্জিত ।দ্রুত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা রত অবস্থায় শনিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরঞ্জিত বর্মন ।রবিবার সকালে ফোন মারফত বাড়ির লোকজন খবর পায়। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন।